আমেরিকান ইন্টারনেশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) তে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো দেশের ইতিহাসের সবচেয়ে বড় নেটওয়ার্কিং প্রতিযোগীতা “সিসকো নেটওয়ার্কিং একাডেমী ন্যাশনাল স্কীল কম্পিটিশন ২০২০”।
সারা দেশের ২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক হাজার চল্লিশজন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। টানা দুইটি ধাপে অনুষ্ঠিত এই প্রাতিযোগীতায় প্রথম পর্বে ছিল বেসিক নেটওয়ার্কিং এবং ২য় পর্বে সাইবার সিকিউরিটি। দুই ধাপে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান লাভ করেন বুয়েটের স্ক্রীপ কিডিস টিমের সদস্য ফারহান তানভীর ও ইরতেশাম মাহমুদ।
দ্বিতীয় স্থান লাভ করেন জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক পোলটারগাইষ্ট টিমের সদস্য মাহতাব আলম ও শামীম আহমেদ এবং তৃতীয় স্থান অধিকার করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজী আইইউটি-জেনেসিস টিমের সদস্য ইমতিয়াজ আহমেদ ও গাজ্জালী ফাহিম।
সিসকো নেটওয়ার্কিং একাডেমী থেকে থেকে চ্যাম্পিয়ন টিমের জন্য দেওয়া হয় নগদ পঞ্চার হাজার টাকা। তাছাড়া প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার-আপ এর টিমে কে দেওয়া হয় নগদ ত্রিশ হাজার, বিশ হাজার টাকা। এই আয়োজনের উপস্থিত ছিলেন সিসকো নেটওয়ার্কিং একাডেমির সার্ক রিজিওনাল ম্যানেজার কালহারী কালুয়ারাচ্চি, এআইইউবি’র ভাইস চ্যান্সেলর কারমেন জেড লামাগনা, ইনষ্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশন (আইসিই) এর পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, এবং এআইইউবির ষ্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালক মনজুর এইচ খান।