কয়েক দিন আগেই রেনো ৩প্রো উন্মোচনের ঘোষণা করেছিল অপো। মঙ্গলবার চিনা কোম্পানিটি জানিয়েছে ২ মার্চ উন্মোচন হবে এই স্মার্টফোন।
এই ফোনে মোট ছয়টি ক্যামেরা থাকবে। এর মধ্যে পিছনে চারটি ও হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে দুটি সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের সেলফি ক্যামেরায় থাকছে ৪৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
গত বছর ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল রেনো ৩প্রো। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি কার্ভড ৯০এইচজেট ডিসপ্লে। যদিও সম্প্রতি প্রকাশিত টিজারে ভারতের ভার্সানে ফ্ল্যাট ডিসপ্লে দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট, ৮ জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজ।
অপো রেনো ৩প্রো ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। সাথে থাকছে ১৩ মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা, ৮মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর।
চিনে ৫জি কানেক্টিভিটি সহ অপো রেনো ৩প্রো লঞ্চ হলেও ভারতে শুধুমাত্র ৪জি ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে।