মনের শক্তি ব্যবহার করে ফোনে চার্জ দিতে মাইন্ডহাব নামের একটি ডিভাইস তৈরি করেছে যুক্তরাজ্য-ভিত্তিক কোম্পানি মাইন্ডপ্লে।
কোম্পানিটি জানিয়েছে, একটি ইলেকট্রনিক হেডব্যান্ড মাথায় পরলে তার সাহায্যে ওই ডিভাইসটি ব্যবহারকারীর মন পড়বে। এরপর চার্জের ভাবনা মাথায় এনে নিজের মোবাইল ফোন মাইন্ডহাব দিয়ে চার্জ দেওয়া যাবে।
মন পড়ার ডিভাইস আবিষ্কার করতে বিজ্ঞানীদের চেষ্টা বহুদিনের। ফেইসবুক ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। নতুন প্রকল্প হাতে নিয়েছে গুগলও।
মাইন্ডহাব নিজেই ফোনে চার্জ দেবে না। এ জন্য সে মাইন্ডব্র্যান্ড নামের আরেকটি পণ্য ব্যবহার করবে।
মাইন্ডপ্লে পুরো বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছে, ‘মাইন্ডহাব সংযোগ পাবে মাইন্ডব্যান্ড ইইজি হেডসেটের সঙ্গে। এরপর ব্যবহারকারীকে যেকোনো ইউএসবি গেজেট, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিভাইসের সঙ্গে যুক্ত করবে। এরপর ব্যক্তির মানসিক ফোকাস এবং স্থিরতা অনুযায়ী রিয়েল-টাইমে প্রতিক্রিয়া দেখাবে।’
চমকপ্রদ এই ডিভাইসটি মার্কিন প্রজেক্ট সাইট কিকস্টাটারে সামনের মাসে উন্মোচিত হবে। ঠিক কত দাম পড়বে, তা এখনো জানা যায়নি।