শাওমি তাদের লেটেস্ট ফ্লাগশিপ ফোন এমআই ১০ সিরিজ প্রকাশ করেছে। করনা ভাইরাসের কারণে অনলাইনে ইভেন্টের মাধ্যমে ফোন দুটি উন্মোচন করেছে শাওমি। এমআই ১০ প্রো ফোনে ৯০ হার্জ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর ও বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল ও রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৯.৮%। এর ডিসপ্লে রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং টার্চ সেম্পলিং রেট ১৮০ হার্জ। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫।
এতে ২.৮৪ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো ৬৫০। উভয় মডেলের ডিভাইসেই থাকছে ৮ জিবি থেকে ১২ জিবি র্যাম, ১২৮ থেকে ২৫৬ জিবি স্টোরেজ। মি ১০ প্রো এ পাবেন ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েসন।
শাওমির নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে আছে ১০৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা (চারটি লেন্স)। ফ্রন্টে ২০ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে সেলফি তোলার জন্য।
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এছাড়া ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচার রয়েছে।