বাংলাদেশে কার্যক্রম শুরুর এক দশকপূর্তি উদযাপন করেছে ই-স্ক্যান অ্যান্টিভাইরাস। গত সোমবার রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের মধ্য দশকপূর্তি উদযাপন করে প্রতিষ্ঠানটি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম মহিউদ্দিন আহমেদ। এছাড়া বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর উপস্থিত ছিলেন।
বিশ্বের ১৯০টি দেশে ই-স্ক্যান অ্যান্টিভাইরাস ব্যবহূত হচ্ছে এবং পাঁচ হাজারের বেশি করপোরেট হাউজ সফটওয়্যারটির দ্বারা ডাটা সুরক্ষা ও ভাইরাস থেকে সিস্টেমকে রক্ষা করছে। দেশে ই-স্ক্যান অ্যান্টিভাইরাস দিচ্ছে সর্বনিম্ন দামে সর্বোচ্চ মানসম্মত ‘টোটাল সিকিউরিটি সুট’। ই-স্ক্যান অ্যান্টিভাইরাসে রয়েছে অ্যান্টি থেফট, র্যানসামওয়্যার সিকিউরিটি, সাইবার থ্রেট ম্যানেজমেন্ট, অনলাইন কেনাকাটা প্রটেকশন, অ্যাসেট ম্যানেজমেন্টসহ আরো অনেক নিরাপত্তা সলিউশন।