বৈশ্বিক বৃহৎ টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে নকিয়া। সম্প্রতি ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে জার্মান অপারেটর ডয়েচে টেলিকমের আলোচনাবিষয়ক অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
পঞ্চম প্রজন্মের মোবাইল ব্রন্ডব্যান্ড প্রযুক্তি ফাইভজির বাজার ধরতে প্রযুক্তি হালনাগাদ করতে প্রতিযোগিতায় নেমেছে টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রে চীনা জায়ান্ট হুয়াওয়ে কালোতালিকাভুক্ত হওয়ার কারণে অন্যদের জন্য কিছুটা সুবিধা হয়েছে। এদিক থেকে প্রথমেই আসছে এরিকসন ও নকিয়ার নাম।
ইউরোপের বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠান ডয়েচে টেলিকমের নথি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে ফাইভজি অবকাঠামো স্থাপন এবং প্রযুক্তি হালনাগাদের দিক থেকে অন্যসব কোম্পানির চেয়ে পিছিয়ে আছে নকিয়া। ফলে জার্মান কোম্পানিটির ইউরোপীয় নেটওয়ার্কে ফাইভজি অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে নকিয়াকে সঙ্গে রাখবে না।
গত বছরের জুলাই ও নভেম্বরে নকিয়া ও ডয়েচে টেলিকমের মধ্যকার অভ্যন্তরীণ বৈঠকের আলোচিত বিষয় সম্পর্কিত এসব নথি নকিয়ার ব্যবস্থাপনা টিমের হাতেই লেখা।