ইউরোপে প্রথম গাড়ি নির্মাণ ও ব্যাটারি কারখানা তৈরি করতে চাইছে টেসলা। কিন্তু কাজটি করতে কেটে ফেলতে হবে জার্মানির বার্লিন লাগোয়া এক বন। সম্প্রতি ওই কাজে প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিয়েছে জার্সানির এক আদালত।
অনুমোদনটি এসেছে জার্মানির ‘হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ বার্লিন-ব্র্যাডেনবার্গ’ থেকে।– খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।
সবমিলিয়ে ৯১ হেক্টরের বনাঞ্চল কাটা পড়বে টেসলার চতুর্থ কারখানাটি তৈরির জন্য। ওই কারখানায় ব্যাটারি, পাওয়ারট্রেইন এবং যানবাহন তৈরির পরিকল্পনা নিয়েছে টেসলা।
সবমিলিয়ে দশ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ হবে কারখানাটি তৈরি হলে। আশা করা হচ্ছে, বার্লিনকে ঘিরে থাকা অঙ্গরাজ্যটির বাসিন্দাদের জন্য উচ্চ মানসম্পন্ন চাকরির সুযোগ নিয়ে আসবে কারখানাটি। তৈরি হলে বছরে অন্তত পাঁচ লাখ বিদ্যুত চালিত গাড়ি তৈরির পরিকল্পনা করেছে টেসলা। আগামী বছরের মাঝ নাগাদ কারখানাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
স্থানীয় পরিবেশবাদী সংস্থা ‘গিনে লিগা ব্র্যাডেনবার্গ’ এর আগে টেসলার কারখানা স্থাপন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল। সাম্প্রতিক অনুমোদনটি নিয়ে খুশি হতে পারেনি সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের বাইরে এর আগে চীনের সাংহাইয়ে কারখানা স্থাপন করেছিল টেসলা।