আইফোন ব্যবহারকারীদের জন্য কিছুদিনের মধ্যেই সম্ভবত আসছে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড। ফেইসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপটির ‘টেস্টফ্লাইট’ বেটা প্রোগ্রামে ডার্ক মোডের ফিচারটি দেখা গেছে।
খবরটি সম্পর্কে সবার আগে জানিয়েছে ম্যাকরিউমারস। গত মাসে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণের আপডেট এসেছে। ওই আপডেটটি ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও নিয়ে আসা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন আপডেটে অ্যাপ সেটিংসের ভেতরে নতুন থিমের অপশন রয়েছে বলে জানা গেছে। চাইলে ডিসপ্লে মোড-ও সোয়াইপ করে নেওয়া সম্ভব হবে। আবার ব্যবহারকারী চাইলে সোয়াইপের দায়িত্ব ফোনের হাতে ছেড়ে দিতে পারবেন। পুরো ব্যাপারটি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াটসঅ্যাপ।
ডার্ক মোডে ফোনের পর্দা ‘মুডি হিউ’ রং ধারণ করে। এদিকে, ২০১৮ সালেই গুগল জানিয়েছিল, এ ধরনের সেটিংস সহ অ্যাপ ব্যাটারির চার্জ খরচ কমিয়ে আনতে পারে, তবে সেজন্য ডিভাইসটিকেও ওএলইডি ডিসপ্লের হতে হবে।