আগামী ২৬ মার্চ এক অনুষ্ঠান থেকে লঞ্চ হবে হুয়াওয়ে এর ফ্ল্যাগশিপ সিরিজের একাধিক স্মার্টফোন। এর আগেই বাজারে এল লাইট ভার্সান। লঞ্চ হয়েছে হুয়াওয়ে পি ফোরটি লাইট। স্পেনে এই ফোন লঞ্চ করেছে চীনের কোম্পানিটি। সম্প্রতি চীনে লঞ্চ হয়েছিল হুয়াওয়ে নোভা ৬ এসই। সেই ফোনের নাম বদলে স্পেনে লঞ্চ হয়েছে হুয়াওয়ে পি ফোরটি লাইট। এই ফোনে রয়েছে কিরিন ৮১০ চিপসেট। ফোনের পেছনে রয়েছে চারটি ক্যামেরা।
হুয়াওয়ে পি৪০ লাইট স্পেসিফিকেশন
হুয়াওয়ে পি ৪০ লাইট -এ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চি পূর্ণ এইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ৮ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ.
হুয়াওয়ে পি ৪০ লাইট এর পেছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।
হুয়াওয়ে পি৪০ লাইট এর পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই ফোনে রয়েছে একটি ৩.৫২ মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি ৪২০০এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ৪০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।