মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গেইম ডেভেলপারস কনফারেন্স (জিডিসি) ২০২০। কিন্তু করোনাভাইরাসের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে সম্মেলনটিকে।
আয়োজকরা অবশ্য শুরুতেই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানাননি। ফেইসবুক, সনি, মাইক্রোসফট, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস শঙ্কায় সম্মেলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর আয়োজন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা। এক বিবৃতিতে জিডিসি আয়োজকরা বলেছেন, “গ্রীষ্মের পরবর্তী কোনো সময়ে জিডিসি আয়োজন করার ইচ্ছা রয়েছে।” – খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।
“গেইম উন্নয়ন শিল্পে এবং বিশ্বব্যাপী কমিউনিটিতে থাকা অংশীদারদের সঙ্গে গভীরভাবে আলোচনা করে এই মার্চের গেইম ডেভেলপার কনফারেন্স পিছিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের উপদেষ্টা বোর্ড, বক্তা, প্রদর্শক এবং আয়োজন অংশীদারদের সঙ্গে মিলে গত একটি বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর এ কাজটি করে আমরা দুঃখিত ও হতাশ।” – বিবৃতিটিতে বলেছেন আয়োজকরা।
সামনে অংশীদারদের সঙ্গে আলোচনা করে বিস্তারিত চূড়ান্ত করা হবে এবং পরিকল্পনা সম্পর্কে সবাইকে আসন্ন সপ্তাহগুলোতে সবাইকে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে জিডিসি-এর ওই বিবৃতিতে।
করোনাভাইরাসের কারণে এরই মধ্যে বাতিল হয়েছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’, ফেইসবুকের ‘এফ৮ ডেভেলপার সামিট’ এবং ‘জেনেভা মোটর শো’। আগামীতে আরও আয়োজন এই ইসুতে বাদ পড়তে পারে বলে প্রতিবেদনে মন্তব্য করেছে এনগ্যাজেট।