গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল আইকিউও ৩। এই ফোনে রয়েছে ৫জি কানেক্টিভিটি। বুধবার দুপুর ১২ টায় এই ফোন বিক্রি শুরু হবে। এই ফোনে ফ্ল্যাগশিপ সেগমেন্টের স্পেসিফিকেশন ছাড়াও গেমিংয়ের জন্য ফোনের পাশে থাকছে প্রেশার সেনসিটিভ বাটন। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, এলপডিডি৫ র্যাম ও ইউএফএস ৩.১ স্টোরেজ। আইকিউও ৩ -তে রয়েছে এইচডিআর ১০+ ডিসপ্লে, ১৮০ এইচজেড টাচ রেসপন্স ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
আইকিউও ৩স্পেসিফিকেশন
আইকিউও ৩ -তে অ্যান্ড্রয়েড১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির আইকিউও ইউ আই স্কিন চলবে। এই ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চি ফোল এইচ ডি+ এইচ ডিআর১০+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ১২জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ।
আইকিউও ৩-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি ৪৮মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
আইকিউও ৩ -তে এলপডিডি৫ ও ইউএফএস ৩.১ স্টোরেজ ব্যবহার হয়েছে ৪জিও ৫জি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে ৪৪৪০এমএএইচ ব্যাটারি। সঙ্গে ৫৫এয়াড ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন ২১৪.৫ গ্রাম।