১২ মার্চ দুর্দান্ত পারফরমেন্স ও বিশেষ স্পেসিফিকেশন নিয়ে বাজারে আসছে রেডমি নোট ৯ । দুইটি ফোনই বাজেট ফোন হবে বলে জানানো হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশ করে এই কথা জানিয়েছে শাওমি ।
ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে এই ফোন লঞ্চ অনুষ্ঠানের আমন্ত্রণ পৌঁছাতে শুরু করেছে। একইদিনে লঞ্চ হতে পারে রেডমি নোট ৯ ও রেডমি নোট ৯ প্রো।
রেডমি নোট ৯ সিরিজের সব ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা থাকবে। লম্বা ক্যামেরা মডিউলের পরিবর্তে এই ফোনে থাকবে বর্গাকার ক্যামেরা মডিউল। সম্প্রতি আইফোন ১১ সিরিজে এই একই ডিজাইন দেখা গিয়েছিল।
টুইট অনুযায়ী, এই রেডমি নোট ৯ ফোনের কোয়াড ক্যামেরা সেটআপ বর্গাকার হবে। যেমন ডিজাইন আমরা হুয়াওয়ে মেট ২০ প্রো তে দেখেছিলাম। এদিকে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, এই সিরিজের ফোনে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া থাকবে।
এদিকে আমাদের সোর্স টিম মারফত খবর, রেডমি নোট ৯ সিরিজে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়াও কোম্পানি এই সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ব্যবহার করবে। শাওমি ইন্ডিয়ার ডিরেক্টর, মানু কুমার জৈন আগেই এই খবর আমাদেরকে জানিয়েছিল। তার কথা অনুযায়ী, এই প্রসেসরের সাথে রেডমি নোট ৯ সিরিজ হবে প্রথম ফোন।
শুধু রেডমি নোট ৯ সিরিজ নয়, শাওমি জলদি রেডমি ৯ ও ভারতে লঞ্চ করতে পারে বলে খবর। এই ফোনটি রেডমি ৮ এর আপগ্রেড ভার্সন হবে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি ৭০ প্রসেসরের সাথে আসতে পারে। ভারতে এই ফোনের দাম ১০,০০০ টাকার কম হবে। কোম্পানি এখানে ডুয়েল রিয়ার ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি দেবে বলে মনে করা হচ্ছে।