জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৫আই। লঞ্চের পরে ৬৪ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাচ্ছিল। এবার ১২৮জিবি স্টোরেজে লঞ্চ হল রিয়েলমি ৫আই। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন৬৬৫ চিপসেট,৪ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ আর৫০০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি।
রিয়েলমি ৫আই স্পেসিফিকেশন
রিয়েলমি ৫আই ফোনে৬.৫২ ইঞ্চি এইচডি + ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি স্ন্যাপড্রাগন৬৬৫ চিপসেট,৪ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ
রিয়েলমি ৫আই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি ৪৮মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য রিয়েলমি ৫আই ফোনে থাকছে ৪জি ভোল্ড, ওয়াইফাই ৮০২ .১১ এসি, ব্লোটুথ ৫.০ভি,এ জিপিএস/ এ জিপিএস আর ৩.৫মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি আর ১০ ওয়ার্ড চার্জিং। রিয়েলমি ৫আই এর ওজন১৯৫ গ্রাম।