স্যামসাং গত বছর ডিসেম্বরে উন্মোচন করেছিলো গ্যালাক্সি এ৫১ ও এ৭১। বর্তমানে প্রতিষ্ঠানটি এ সিরিজের আরো কয়েকটি ফোন গ্যালাক্সি নিয়ে কাজ করছে। শিগগিরই উন্মোচিত হতে পারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩১ স্মার্টফোন। কোম্পানিটির অফিশিয়াল রাশিয়ান সাইটে স্মার্টফোনটির সাপোর্ট পেজ চালু করা হয়েছে। ফলে এটি নির্দেশনা দিচ্ছে যে শিগগিরই ফোনটির দেখা মিলবে।
সাপোর্ট পেজটিতে অবশ্য গ্যালাক্সি এ৩১ নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে গিকবেঞ্চ থেকে জানা গেছে, অ্যান্ড্রয়েড ১০ চালিত ডিভাইসটিতে থাকবে ৪ গিগাবাইট র্যাম। তবে এটির আরেকটি সংস্করণও থাকছে।
ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেক এমটি৬৭৬৮ভি/সিএ চিপসেট। থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, পিছনে ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট।