পেশাদার ক্রীড়া ফটোসাংবাদিকরা অপেক্ষায় ছিলেন নাইকনের ডি৬ ক্যামেরা জন্য। আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো তারিখটি জানা, কবে আসছে। জানা গেলো, ক্যামেরাটি এখনই বাজারে ছাড়া হচ্ছে না। বাজারে অবমুক্ত করার দিন পেছানোর ঘোষণা দিলো এর নির্মাতা প্রতিষ্ঠান নাইকন। কারণ হলো করোনা ভাইরাস।
এ মাসে এর মোড়ক উন্মোচন হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে কিছু যন্ত্রাংশের যোগান বন্ধ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
ভার্জ সাময়িকী জানায়, মে মাসের কোনও এক দিনে এটি বাজারে ছাড়া হতে পারে। লক্ষ্য জুলাইতে টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস। ওই সময় এই স্পোর্টস ক্যামেরাটি বেশ বাজার পাবে বলে আশা নির্মাতাদের।
নাইকন জানায়, তৃতীয় পক্ষ থেকে সংগ্রহ করা অনেক যন্ত্রাংশেরই পর্যাপ্ত সরবরাহ নেই এই মুহূর্তে। ফলে মার্চে নাইকন ডি৬ ডিজিটাল এসএলআর ক্যামেরা আসতে দেরি হবে।