নভেল করোনাভাইরাসের কারণে নিজ প্রকৌশলীদের এশিয়া সফরে বিধিনিষেধ দিয়েছিল অ্যাপল। এ কারণে এবার দেরিতে আসতে পারে পরবর্তী প্রজন্মের আইফোন।
এপ্রিলের শেষ পর্যন্ত প্রকৌশলীদের এশিয়া যাওয়াতে বিধিনিষেধ দিয়ে রেখেছে মার্কিন টেক জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ফলে চীনে উৎপাদিত ৫জি আইফোনের ‘ইঞ্জিনিয়ারিং ভেরিফিকেশন টেস্ট’ বা ইভিটি সম্পন্ন করতে পারেননি প্রকৌশলীরা। — ডিজিটাইমসের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।
এদিকে, আস্তে আস্তে আবারও আগের উৎপাদন গতিতে ফিরছে অ্যাপলের সঙ্গে চুক্তিবদ্ধ বৈদ্যুতিক পণ্য নির্মাতা ফক্সকন। ফেব্রুয়ারি মাসেই অ্যাপল জানিয়েছিল যে তাদের চলতি প্রান্তিকের মুনাফা পূর্ব অনুমানের চেয়ে কম হবে। কোভিড-১৯ করোনাভাইরাসের প্রভাবে আইফোন সরবরাহ “সাময়িকভাবে সীমিত হবে” বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
করোনাভাইরাসের কারণে জানুয়ারির শেষে ফক্সকনের ঝেংঝাও কারখানার কর্মী সংখ্যা কমে মাত্র এক হাজার আটশ’তে গিয়ে ঠেকেছিল। বর্তমানে প্রায় ৮০ হাজার কর্মী কাজ করছেন কারখানাটিতে। কর্মী ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষের সাহায্য নিয়েছিল ফক্সকন – প্রতিবেদনে উল্লেখ করেছে আইএএনএস।