ঘরে বসে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে এমন ‘কিট’ তৈরির প্রকল্পে তহবিল যোগাচ্ছেন বিল গেটস। তবে, ওই ‘কিট’ ব্যবহার করে পরীক্ষা ঘরে করা গেলেও, ফলাফল জানতে বাইরে পাঠাতে হবে সংগৃহীত নমুনা।
ওয়াশিংটনের সিয়াটলভিত্তিক বাসিন্দারাই মূলত ওই ‘হোম টেস্টিং কিট’ ব্যবহার করতে পারবেন। কিটের সাহায্যে নাক থেকে নমুনা সংগ্রহ করে তা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো সম্ভব হবে। দুই দিনের মধ্যেই করোনাভাইরাস ফলাফল জানতে পারবেন কিট ব্যবহারকারীরা।
প্রকল্পটি হাতে নেওয়া ‘দ্য সিয়াটল ফ্লু স্টাডি’ নামের ওই সংস্থাটির তহবিল যোগাচ্ছে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। ঘরে বসে করোনাভাইরাস পরীক্ষা প্রকল্পের জন্য এখন সম্পদ গোছানোর চেষ্টা করছে সংস্থাটি। প্রতিদিন হাজারো পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামা হচ্ছে বলে উল্লেখ করেছেন সংস্থাটির করোনাভাইরাস প্রতিক্রিয়া প্রধান স্কট ডাওয়েল।
পরীক্ষায় কারো করোনাভাইরাস ধরা পড়লে নিজ চলাফেরা ও যোগাযোগ সম্পর্কিত তথ্য দিয়ে অনলাইনেই ফরম পূরণ করতে পারবেন আক্রান্তরা। এতে করে স্বাস্থ্য কর্মকর্তারা ভাইরাসের সংক্রমণ নজরে রাখতে পারবেন। “আমাদের দল এখন এবং সামনে সক্রিয়ভাবে নানা পথ খুঁজে বের করছে যাতে স্থানীয় প্রতিক্রিয়ায় গবেষণার প্রয়োগের মাধ্যমে অবদান রাখতে পারে।” – সোমবার জানিয়েছে সংস্থাটি।