করোনার আতঙ্কে বিপর্যস্ত গোটা বিশ্ব। দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা মোকেবেলায় মানুষ নানা পরামর্শ মেনে চলছে। মাস্ক পরা থেকে শুরু করে নিয়মিত হাত ধোঁয়া সবকিছুইতেই সতর্কতা অবলম্বন করছে মানুষ।
করোনা থেকে রেহাই পেতে আর কি কি করা জরুরী তা সব মানুষের জানার প্রয়োজন আছে। এজন্য বর্তমান পরিস্তিতির কথা বিবেচনা করে একটি অ্যাপ নিয়ে এসেছে ভারত। কোভা পাঞ্জাব (COVA Punjab) নামের এই অ্যাপটি মানুষকে মরণঘাতি করোনা সম্পর্কে সব তথ্য দিয়ে আপডেট রাখবে। পাঞ্জাবের মুখ্যসচিব করণ অবতার সিং সোমবার এই অ্যাপের আনুষ্ঠানিক ঘোষণা করেন। স্বাস্থ্য ও মানব কল্যাণ দপ্তরের পরামর্শ নিয়েই বানানো হয়েছে অ্যাপের ফিচারগুলি। মানুষকে সচেতন করতেই বানানো হয়েছে এই অভিনব অ্যাপ।
এখন প্রশ্ন হলো কি কি পাওয়া যাবে অ্যাপে?
করোনা ভাইরাসের লক্ষণগুলি কী কী, কীভাবে নিজেকে এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখা সম্ভব, বাড়ির কাছাকাছি যে হাসপাতাল রয়েছে তার নাম, জেলার নোডাল অফিসারের ঠিকানা সবই এই অ্যাপে পেয়ে যাবেন ইউজাররা।
অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এই অ্যাপটি। অ্যাপটি নিজেদের স্মার্টফোনে ডাউনলোড করে রাখলেই সরকারের তরফে দেওয়া সমস্ত আপডেট এবং নির্দেশিকা পেয়ে যাবেন ইউজাররা।