ভ্রমণকে আরো আনন্দময় ও সহজ করতে নতুন ম্যাপে নতুন ফিচার যোগ করেছে গুগল। এতদিন গুগল লেন্সের মাধ্যমে বিভিন্ন রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে মেনু দেখে নেওয়া যেত। ২০১৮ সালের ডেভেলপার কনফারেন্সে এই ফিচার নিয়ে এসেছিল গুগল। এবার গুগল ম্যাপসের সঙ্গে গুগল লেন্সকে যুক্ত করল মার্কিন কোম্পানিটি।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে গুগল ম্যাপস ইন্টারফেসে নতুন ‘এক্সপ্লোর ডিশেস’ অপশন যোগ হয়েছে। এই ফিচার ব্যবহার করে কোন রেস্তোরাঁর সবথেকে জনপ্রিয় মেনুর হদিস পাওয়া যাবে। দেখে নেওয়া যাবে সেই খাবারের ছবি।
রেস্তোরাঁর কোন সাহায্য ছাড়াই এই ফিচার ব্যবহার করা যাবে। গুগল ডেটাবেস থেকে এই খাবারের ছবি দেখানো হবে।
সম্প্রতি গ্রাহকদের জন্য সম্প্রতি গুগল অ্যাসিস্ট্যান্টে দুর্দান্ত এক ফিচার যোগ হয়েছে। নতুন ফিচারে আপনাকে গোটা ওয়েবসাইট পড়ে শোনাবে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট। স্মার্টফোন ব্রাউজারে যে কোন ওয়েবসাইট ওয়েন করে গুগল অ্যাসিস্ট্যান্টকে পড়ে শোনানোর অনুরোধ করলেই সেই ওয়েবসাইট পড়ে শোনানো হবে। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনে এই ফিচার কাজ করবে।
সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারের কথা জানিয়েছে গুগল। নতুন ফিচারে ওয়েবসাইটের লেখা পড়ে শোনানো হবে। ওয়েবসাইটের লেখা পড়ার গতি নিয়ন্ত্রণ করা যাবে।