বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিনিয়ত নতুন ফোন আসছে। এসব ডিভাইসের সবটা ব্যাপক সাড়া ফেলে তেমন নয়। গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় আইফোনের দুটি সংস্করণ জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫ স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া।
আইফোন ১১ প্রো ম্যাক্স
অনেকেরই দাবি, চড়া দামের কারণে টানা কয়েক বছর ধরে আইফোন বিক্রি করছে। তবে আইফোন ১১ প্রো ম্যাক্সের বিক্রি সে ধারণা ভুল প্রমাণ করেছে। তুলনামূলক বেশি দামের হওয়া সত্ত্বেও গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছে। এটি বিক্রি হয়েছে ১ কোটি ৭৬ লাখ ইউনিট।
আইফোন ৮
২০১৭ সালের সেপ্টেম্বরে উন্মোচন করা হয় আইফোন ৮। সে হিসেবে এটি অ্যাপলের আইফোনের বেশ পুরনো সংস্করণ। তবে উদ্ভাবনী কিছু ফিচারের কারণে ডিভাইসটি এখনো গ্রাহক পর্যায়ে বেশ সমাদৃত। গত বছরের সর্বাধিক বিক্রীত স্মার্টফোন তালিকায় সপ্তম অবস্থানে জায়গা করে নিয়েছে আইফোন ৮। ডিভাইসটি বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউনিট।
রেডমি নোট ৭
চীনভিত্তিক শাওমির একটি জনপ্রিয় স্মার্টফোন রেডমি নোট ৭। অ্যাপল-স্যামসাং ব্র্যান্ড বাদে একমাত্র শাওমির নোট সিরিজের এ ডিভাইস ওমডিয়া প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় জায়গা করে নিয়েছে। গত বছর ডিভাইসটির বিক্রি ১ কোটি ৬৪ লাখ ইউনিট ছাড়িয়েছে।
আইফোন ১১ প্রো
অ্যাপলের পঞ্চম স্মার্টফোন হিসেবে গত বছরের সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় জায়গা করে নিয়েছে আইফোন ১১ প্রো। গত বছর সেপ্টেম্বরে বাজারে আসা ডিভাইসটি গ্রাহক পর্যায়ে ভালো সাড়া ফেলেছে। বাজারে আসার পরবর্তী তিন মাসে ডিভাইসটির বিক্রি ১ কোটি ৫৫ লাখ ইউনিট ছাড়িয়েছে।
গ্যালাক্সি জে২ কোর
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের বাজেট ফোন গ্যালাক্সি জে২ কোর। ওমডিয়া প্রকাশিত গত বছর বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় দশম অবস্থানে জায়গা করে নিয়েছে ডিভাইসটি। গত বছর ডিভাইসটি বিক্রি হয়েছে ১ কোটি ৫২ লাখ ইউনিট।