নভেল করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে ৩১ মার্চের উন্মোচন ইভেন্ট বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
এবারের অনুষ্ঠানে নতুন আইফোন এসই ২ বা আইফোন ৯ উন্মোচনের আভাস পাওয়া যাচ্ছিলো। পাশাপাশি হয়তো উন্মোচন করা হতো আইপ্যাড প্রো’র নতুন সংস্করণসহ অন্যান্য আরও কিছু ডিভাইস– খবর আইএএএনএস-এর।
করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্লারা কাউন্টিতে নিষিদ্ধ করা হয়েছে বড় ধরনের জন সমাবেশ। এর পরপরই ইভেন্ট বাতিলের ঘোষণা দিলো প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
পাশাপাশি করোনাভাইরাসের কারণে এশিয়ায় প্রকৌশলীদের সফর সীমিত করেছে অ্যাপল। ফলে এর প্রভাব পড়েছে নতুন প্রজন্মের আইফোন ১২ তৈরির কাজেও। বসন্তে পেছাতে পারে আইফোন ১২-এর উন্মোচনও।
এপ্রিলের শেষ পর্যন্ত প্রকৌশলীদেরকে এশিয়ায় ব্যবসায়িক সফরে যেতে সীমাবদ্ধতা দিয়েছে অ্যাপল।
সীমাবদ্ধতার কারণে চীনের উৎপাদন কারখানায় পিছিয়েছে ৫জি আইফোনের প্রকৌশল যাচাই পরীক্ষা।
গত মাসেই আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, চীনে করোনাভাইরাসের কারণে মার্চ মাসে শেষ হওয়া প্রান্তিকে হয়তো আয়ের লক্ষ্য পূরণ করা যাবে না এবং বাজারে আইফোনের ঘাটতিও দেখা দিতে পারে।