চীনভিত্তিক হুয়াওয়েকে ফাইভজি প্রকল্পে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের পরামর্শ-প্ররোচনা এবং চাপে কান না দিয়ে নন-কোর নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহের অনুমোদন দিতে পারে ফ্রান্স। বিষয়টি নিয়ে কাজ করছে ফ্রান্স সাইবার সিকিউরিটি এজেন্সি (এএনএসএসআই)। এএনএসএসআইয়ের পক্ষ থেকে ফ্রান্সের টেলিকম অপারেটরগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণ এবং সেবাদানে তারা কোন প্রতিষ্ঠানের সরঞ্জাম ব্যবহার করতে চায়। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। খবর টেলিকম লিড।
সংশ্লিষ্ট সূত্রমতে, এএনএসএসআইয়ের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা না হলেও ফ্রান্সের ফাইভজি প্রকল্পে হুয়াওয়ের গিয়ার ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এগুলোকে ফাইভজি নেটওয়ার্কের নন-কোর সরঞ্জাম বলছে সংস্থাটি। এ ধরনের গিয়ার ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছে এএনএসএসআই।
যুক্তরাষ্ট্রের চাপে কান না দিয়ে এর আগে হুয়াওয়েকে ফাইভজি প্রকল্পে সীমিত পরিসরে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছে। যুক্তরাজ্যের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।