সম্প্রতি একটি টুইটে একই ভুলের পুনরাবৃত্তি ঘটান। এ থেকে প্রশ্ন উঠেছে যে, মনোযোগ পাওয়ার জন্যই কি ইলন মাস্ক ভুল টুইট দেন?
টুইটারে ইলন মাস্ক তার অ্যাকাউন্ট থেকে ১১ মার্চ একটি ছবি পোস্ট করেন। ছবিটি ছিল গ্রাফিকস। সেখানে ‘অকুপাই মারস’ লেখা থাকলেও ছিল চাঁদের ছবি। অর্থাৎ গ্রহের নামের সাথে ছবির কোনো সামঞ্জস্যই ছিল না। আর এই ছবি থেকেই প্রশ্নটির আবির্ভাব ঘটে।
অনলাইনে অনেকেই ইলন মাস্কের এমন ভুল নিয়ে মজায় মেতে ওঠে। কিন্তু পরে জানা যায়, তিনি ৯ মাস আগেও একই রকমের একটি টুইট করেন। আর তখনো তাকে নিয়ে অনলাইনে শুরু হয় মজা। এরপর তিনি মজা করে আরেকটি টুইট করেন, যেখানে বলেন ‘মুন টু’ অর্থাৎ চাঁদও।
পাবলিসিটি পেতে যে ইলন মাস্ক ইচ্ছাকৃতভাবেই এমন ভুল করেন সেটি টি-শার্টে গ্রাফিকসটি দেখলেই নিশ্চিত হওয়া যায়। স্পেস এক্স ২০১৪ সাল থেকে ‘অকুপাই মারস’ টি-শার্ট বিক্রয় করে আসছে। সেখানে ছবির স্থানে ঠিকই মঙ্গলের ছবি দেওয়া আছে।
এটি নিশ্চিত করার জন্য এমন একটি টি-শার্ট পরে জ্যোতি-পদার্থবিজ্ঞানী নিল ডিগ্রেস টাইসন ইলন মাস্কের টুইটের নিচে রিটুইট করেন ‘আই অ্যাম অল ইন’।