করোনাভাইরাস মহামারী সামাল দিতে গিয়ে এমনিতেই বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের সরকারি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থার মধ্যেই হ্যাকিংয়ের কবলে পড়েছিল মার্কিন সরকারের জনস্বাস্থ্য বিভাগ ‘ইউএস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট’-এর সিস্টেম।
ওই হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে রোববার রাতে। ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদন বলছে, মূলত মন্ত্রণালয়টির করোনাভাইরাস সংশ্লিষ্ট কাজ আরও ধীরগতি করে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল হ্যাকাররা। “আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কোনো ডেটা খোয়া যায়নি।”– খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।
রাষ্ট্রীয় কোয়ারেন্টিন সম্পর্কে গুজব সৃষ্টি করার চেষ্টাও করা হয়েছিল ও্ই সাইবার আক্রমণে। পরে রোববার রাতেই ওই গুজব থামাতে টুইট করে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’। তাৎক্ষণিকভাবে হ্যাকিং প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি হ্যাকিংয়ের শিকার হওয়া বিভাগটি।