মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ১১০ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্সের বাজার প্রতিযোগিতা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বাজার প্রতিযোগিতা নষ্ট করে এমন চর্চা করেছে বলেই অভিযোগ উঠেছে।
এমন মামলায় ফরাসি এই কর্তৃপক্ষের করা জরিমানার মধ্যে এটি ইতিহাসে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি ফ্রান্সে তাদের দুই পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দাম নিয়ন্ত্রণে অসাধু চুক্তি করেছে বলে জানানো হয়েছে।
অ্যাপলের প্রিমিয়াম রিসেলার প্রতিষ্ঠান ই-বিজনেস অ্যাপলের বিরুদ্ধে এমন অভিযোগ আনার পর ২০১২ সালে এই তদন্ত শুরু হয়।
ফরাসি কর্তৃপক্ষের প্রধান ইসাবেল ডি সিলভা বলেন, “অ্যাপল এই প্রিমিয়াম রিসেলারদের আর্থিক নির্ভরশীলতার অপব্যবহার করেছে।”
অন্যদিকে অ্যাপল এই রায় প্রত্যাখ্যান করে আপিলের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।