কোভিড-১৯, নভেল করোনাভাইরাস মহামারীকে ঘিরে জরুরি অবস্থা চলাকালীনও নিজেদের ক্যালিফোর্নিয়া অঞ্চলের কারখানা বন্ধ করছে না টেসলা।
করোনাভাইরাসের বিস্তার রোধে যখন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যালয় বন্ধ রাখছে, কর্মীদের বাসা থেকে কাজ করার বিষয়টিকে বাধ্যতামূলক করছে, সে সময়টিতে স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। করোনাভাইরাস আতঙ্ককে “মূর্খামি” আখ্যা দিয়ে এর আগে টুইটও করেছেন তিনি।
সোমবার বিষয়টি সম্পর্কে জানিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস। ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে অবস্থিত ওই কারখানাটি মূলত টেসলার বিদ্যুতচালিত গাড়ি সংযোজন করার কাজ করে থাকে। কারখানার কর্মীদের উদ্দেশ্যে সোমবার এক ইমেইলে মাস্ক লিখেছেন, “আপনি যদি সামান্য পরিমাণও অসুস্থ বোধ করেন বা অস্বস্তি বোধ তাহলে কাজে আসার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই।”– খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।
সোমবার সকালেই স্যান ফ্রান্সিসকো বে এরিয়ার ছয়টি কাউন্টি করোনাভাইরাস বিস্তার রোধে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। জরুরি ব্যবসা বা সেবা ছাড়া সব বন্ধ থাকবে এপ্রিলের ৭ তারিখ পর্যন্ত। পরবর্তীতে অবস্থা বুঝে বন্ধ রাখার মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে। – প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট।
কিন্তু বিষয়টিকে মোটেও পাত্তা দিচ্ছেন না মাস্ক। টেসলা প্রধানের মতে, “আতঙ্ক” সবচেয়ে বড় বিপদ। এ বিষয়ে মাস্ক লিখেছেন, “আমি মনে করি করোনাভাইরাস আতঙ্ক ভাইরাসটির চেয়েও বেশি ছড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি কাজে থাকব, এটি শুধুই আমার কথা।”
কর্মীদেরকে ইমেইলে আশ্বস্তও করেছেন মাস্ক। তিনি লিখেছেন, “আপনি যদি কাজে চিন্তিত থাকার চেয়ে বাড়িতে থেকে দুঃশ্চিন্তামুক্ত থাকেন, তাহলে আমিও সেটাই করতাম।”
বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি টেসলা প্রতিনিধিরা।