শাওমি কিছুদিন আগেই রেডমি কে ২০ এর উত্তরসূরি হিসাবে রেডমি কে ৩০ লঞ্চ করেছিল। এবার কোম্পানি রেডমি কে ২০ প্রো এর আপগ্রেড ভার্সন রেডমি কে ৩০ প্রো লঞ্চ করতে চলেছে। কয়েকমাস ধরেই এই ফোনটির ফিচার লিক হওয়ার পর অবশেষে জানা গেছে ফোনটি ২৪ মার্চ লঞ্চ হবে।
এদিকে শাওমি লঞ্চ ইভেন্টে রেডমি কে ৩০ প্রো এর দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে বলে খবর। যে দুটি ভ্যারিয়েন্ট হবে সাধারণ কে ৩০ প্রো এবং নতুন জুম এডিশন। মনে করা হচ্ছে জুম এডিশনে আরও উন্নত ক্যামেরা ফিচার দেওয়া হবে। যদিও সে সম্পর্কে এখনও কোনো তথ্য আমাদের কাছে আসেনি।
রেডমি কে ৩০ প্রো ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা গোল আকারে থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হতে পারে সনি আইএমএক্স ৬৮৬ সেন্সরের সাথে ৬৪ মেগাপিক্সেল। এই একই সেন্সর আমরা রেডমি কে ৩০ তেও দেখেছিলাম। জিএসএম এরিনার রিপোর্ট অনুযায়ী আমরা এই ফোনে টেলিফোটো লেন্স ও দেখতে পারি। এছাড়াও এই ফোনে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।