ভারতে স্মার্ট টিভি লঞ্চ করলো স্যামসাং। এই টিভিগুলি কোম্পানি বাজেট রেঞ্জে লঞ্চ করেছে। স্যামসাংয়ের তরফে এই সিরিজের নাম দেওয়া হয়েছে #ফানবিঅ্যাবল টিভি । যদিও এই সিরিজে আপনি স্মার্ট ও সাধারণ দুই ধরণের টিভি পাবেন।
আপনি নন-স্মার্ট টিভি টি কেবল ৩২ ইঞ্চির বিকল্পে পাবেন। তবে স্মার্ট টিভিগুলি ৩২ ও ৪২ ইঞ্চির বিকল্পে উপলব্ধ। যদিও কোম্পানি সমস্ত টিভির দাম এখনও জানায়নি। এই টিভিগুলিতে ২ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। স্যামসাংয়ের এই নতুন টিভি সিরিজ স্যামসুং স্মার্ট প্লাজা ও জনপ্রিয় ই-কমার্স সাইট থেকে কেনা যাবে।
স্যামসাং ফানবিঅ্যাবল টিভি সিরিজের বিশেষত্ব :
- ভার্চুয়াল মিউজিক সিস্টেম।
- পার্সোনাল কম্পিউটার মোড।
- বড় স্ক্রিন।
- নেটফ্লিক্স,অ্যামাজন প্রাইম ভিডিও, জি ৫ এর মতো অ্যাপ সাপোর্ট।