আগামী ২৬ মার্চ লঞ্চ হতে চলেছে হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ পি ৪০। এই স্মার্টফোন সিরিজের এখন অব্দি দাম এবং স্পেসিফিকেশন কিছুই জানা সম্ভব হয়নি। তবে একটি নতুন ছবি ফাঁস হয়ে যাওয়ার পর মনে করা হচ্ছে এই স্মার্টফোনটির মূল ফোকাস হবে এর ক্যামেরা।
চীনে আপাতত এই স্মার্টফোনটি আগে লঞ্চ করা হবে, তারপর সারা বিশ্বে গ্লোবাল লঞ্চ করা হবে। তবে ভারতে কবে আসতে চলেছে এই স্মার্টফোনটি সে ব্যাপারে সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। হুয়াওয়ের এই নতুন স্মার্টফোন লাইন আপটির আগামী ১২ এপ্রিল থেকে চীনে বিক্রি শুরু হবে।
তার আগে হয়তো আমরা স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন জানতে পেরে যাব। তবে মনে করা হচ্ছে এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে চলেছে
সি ওয়াইএন ৩,৯৮৮ যা ভারতীয় মুদ্রায় ৪৩,০০০ টাকার কাছাকাছি হবে।