ফেসবুকের ওয়েব অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সব ব্যবহারকারীর জন্য নতুন নকশা উন্মুক্ত করা শুরু হয়েছে। গত বছরে মোবাইলের জন্য চালু করা ইউজার ইন্টারফেসের মতোই নকশা দেখবেন ওয়েবে ফেসবুক ব্যবহারকারীরা। এতে ব্রাউজার ব্যবহার করে ফেসবুক চালু করলে ডার্ক মোড অপশনটিও পাওয়া যাবে।
২০১৯ সালের এপ্রিলে ফেসবুকের পক্ষ থেকে মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে সব পরিবর্তন আনার কাজ শুরু হয়। ওই বছরের মে মাসে আইওএস অ্যাপে নতুন নকশা চালু হয়। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে ওয়েব ডিজাইনে পরিবর্তনের বিষয়টি প্রকাশ করে ফেসবুক। ওই সময় ফেসবুকের পক্ষ থেকে শিগগিরই ডার্ক মোডসহ ওয়েব ডিজাইনে নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ফেসবুক সম্প্রতি জানায়, এখন একেবারে নতুন ও সহজ ফেসবুক ডটকম উন্মুক্ত করা হচ্ছে। কয়েক মাসের মধ্যেই সব ব্যবহারকারীর কাছে এ নকশা পৌঁছে যাবে। ফেসবুকের ওপরে ডান দিকের কোনায় ড্রপ ডাউন মেনুতে ‘সুইচ টু নিউ ফেসবুক’ অপশনে গিয়ে এ সুবিধা পাওয়া যাবে। কেউ যদি এ অপশন না পান, তবে তাঁকে আরও অপেক্ষা করতে হবে। ড্রপ ডাউন মেনু থেক ডার্ক মোড অপশনটিও পাওয়া যাবে। তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক