করোনাভাইরাসের কারণে ইউরোপের বড় অংশের বাসিন্দারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এতে বেড়েছে স্ট্রিমিংয়ের চাহিদা।
স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠানটির দাবি, ছবির মান কমিয়ে আনলে ডেটা খরচ ২৫ শতাংশ কমতে পারে। এরপরও গ্রাহক ভালো মানের ছবি দেখতে পারবেন– খবর বিবিসি’র।
ধারণা করা হচ্ছে, এই পরিকল্পনার মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। এ বিষয়ে জানতে বিবিসি’র পক্ষ থেকে নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।
ইউরোপিয়ান কর্মকর্তাদের সঙ্গে ফোন কলের পর এই ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।
সম্প্রতি অভ্যন্তরীণ বাজারের ইউরোপিয়ান কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, “যখন এইচডি দরকার নেই তখন গ্রাহকের উচিত স্ট্যান্ডার্ড ডেফিনিশনে ভিডিও দেখা।”
বেশ কিছু প্রোগ্রামের জন্য আলট্রা-হাই ডেফিনিশন ৪কে ভিডিও দেখিয়ে থাকে স্ট্রিমিং জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “কমিশনার থিয়েরি ব্রেটন এবং রিড হেসটিংসের (নেটফ্লিক্স প্রধান) মধ্যে আলোচনার পর এবং করোনাভাইরাসের অস্বাভাবিক চ্যালেঞ্জ বিবেচনা করে, ইউরোপে ৩০ দিনের জন্য ভিডিও মান কমানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।”
এই সিদ্ধান্তের প্রশংসা করে ব্রেটন বলেন, “অত্যন্ত দারুণ পদক্ষেপ।” ফোন কলের পর নেটফ্লিক্স শুধু কয়েক ঘন্টা সময় নিয়েছে, “কভিড-১৯ শঙ্কার মধ্যে নিরবিচ্ছন্ন ইন্টারনেট ঠিক রাখতে তারা কাজ করবে।”
উত্তর আমেরিকার মতো অঞ্চলগুলোতেও একই ব্যবস্থা নেওয়া হবে কিনা সেবিষয়ে এখনও কিছু জানায়নি নেটফ্লিক্স।
https://www.facebook.com/watch/?v=207651347191665