করোনাভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে শেয়ার রাইড বন্ধ করার সিদ্ধান্ত নিল ওলা। সামাজিক দূরত্ব বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওলা কর্তৃপক্ষ। তবে এটি একটি সাময়িক সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও শেয়ার রাইড চালু হবে বলে জানিয়েছে ওলা।
করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০০০ মানুষের। ভারতেএখনও পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বাড়ানোই একমাত্র ওষুধ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই শেয়ার রাইড আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওলা।
কম খরচ আরও কয়েকজনের সঙ্গে একই গাড়িতে গন্তব্যে পৌঁছনোর জন্য অনেকেই শেয়ার রাইড পছন্দ করেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণেই তা আপাতত বন্ধ রাখা হল। ওলার অন্য রাইডগুলি চালু আছে।
https://www.facebook.com/watch/?v=207651347191665