সরকারের অনুরোধ মেনে ইসরায়েলে নিজেদের স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স। সোমবার বিষয়টি সম্পর্কে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়।
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে বাসা থেকে কাজ করছেন অনেক মানুষ। এ সময়টিতে যাতে ইন্টারনেটের ওপর চাপ না পড়ে, সেজন্য নানাবিধ ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন দেশের সরকার। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও কাজটি করতে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। ওই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে ৩০ দিনের জন্য স্ট্রিমিংয়ের মান কমিয়ে দিচ্ছে নেটফ্লিক্স। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের।
এর আগে ইউরোপে নিজেদের স্ট্রিমিং মান কমিয়ে ইন্টারনেট সেবাদাতা বা আইএসপি’দেরকে সহযোগিতা করেছিল নেটফ্লিক্স। শুধু নেটফ্লিক্স নয়, ইউরোপীয় ইউনিয়নের অনুরোধ মেনে ইউরোপে স্ট্রিমিংয়ের মানে লাগাম টেনেছে অ্যামাজন প্রাইম, ইউটিউব-এর মতো সেবাদাতারা।
করোনাভাইরাস মহামারীতে ইন্টারনেট ট্রাফিক গড়ে ৩০ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করেছে ইসরায়েলি ইন্টারনেট সেবাদাতারা। ফলে চাপ কমাতে নেটফ্লিক্সকে অনুরোধ করেন দেশটির টেলিকম নিয়ন্ত্রকরা। ফলাফল হিসেবে, আগামী কয়েক সপ্তাহ দেশটিতে নিজেদের স্ট্রিমিংয়ের মান কমিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়েছে প্রতিষ্ঠানটি।
“করোনাভাইরাসের কারণে সৃষ্ট অভাবনীয় চ্যালেঞ্জের মুখে পড়ে আমরা ৩০ দিনের জন্য ইসরায়েলে আমাদের সব স্ট্রিমের বিট রেট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনুমান বলছে, এতে ইসরায়েলি নেটওয়ার্কের উপর থেকে ২৫ শতাংশ নেটফ্লিক্স ট্রাফিক কমে যাবে, কিন্তু উন্নত মানের সেবা বজায় থাকবে।” – নেটফ্লিক্সের বিবৃতি জানিয়েছে ইসরায়েলি মন্ত্রণালয়।