১৮০ সিসিতে এলো নতুন অ্যাপাচি আরটিআর। ফুয়েল ইনজেকশন বা এইআই ইঞ্জিনে এই বাইক ভারতে বিক্রি হচ্ছে। দূষণ বিধি মেনে বিএস৬ ইঞ্জিনে পাওয়া যাবে এই রেসিং বাইক।
বাইকটিতে রয়েছে ১৭৭.৪ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৬.৫ বিএইচপি শক্তি এবং ১৫.৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। থাকছে ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। ওজন ১৩৯ কিলোগ্রাম।
ইঞ্জিন ছাড়া নতুন ভেরিয়েন্টের অ্যাপাচি আরটিআর ১৮০ মডেলে আর কোন পরিবর্তন থাকছে না। সাদা, কালো, নীল ও ধুসর রঙে এই মোটরসাইকেল পাওয়া যাবে। সামনে থাকছে টেলস্কোপিক ফর্ক আর পিছনে থাকছে গ্যাস ফিলড শক অ্যাবজর্বার।
নতুন মোটরসাইকেলের হুইলবেস ছোট হয়েছে ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেড়েছে। ১৩৩৬ মিমি থেকে কমে নতুন অ্যাপাচি আরটিআর ১৮০ তে রয়েছে ১৩৩০ মিমি হুইলবেস। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি থেকে বেড়ে ১৭০ মিমি হয়েছে।