বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। চীনে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় স্মার্টফোন উত্পাদন কারখানাগুলো কার্যক্রমে ফিরছে। তবে ভারতে করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত বাড়তে থাকায় দেশটিতে স্মার্টফোন উত্পাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে কারখানা বন্ধ থাকলেও কর্মীদের সময়মতো বেতন পরিশোধের ঘোষণা দিয়েছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা অপো ও ভিভো। এছাড়া ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা কর্মীদের অগ্রিম বেতন পরিশোধের ঘোষণা দিয়েছে।
ভারতে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে ২১ দিনের লকডাউন কর্মসূচি চলছে। এ পরিস্থিতিতে কারখানার কর্মীরা যাতে বাড়িতে অবস্থান করেন এবং আর্থিক সংকটে না পড়েন, সে বিবেচনা থেকে স্মার্টফোন নির্মাতাদের কেউ আগাম এবং কেউ সময়মতো বেতন পরিশোধের নিশ্চয়তা দিয়েছেন।
এ বিষয়ে ভিভোর এক মুখপাত্র বলেন, আমাদের উত্পাদন কারখানার কর্মীদের বেতন নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বৈশ্বিক সংকট মোকাবেলায় আমরা আমাদের কর্মীদের সঙ্গে থেকে সমর্থন দিয়ে যেতে চাই। এটা আমাদের ব্যবসা ও সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। খবর হিন্দুস্তান টাইমস