গুগল তাদের জনপ্রিয় ডুয়ো অ্যাপ হালনাগাদ করেছে। এতে গ্রুপ ভিডিও কল ব্যবহারকারী সংখ্যা ৮ থেকে ১২ জনে উন্নীত হয়েছে। একই গ্রুপ কলে আরও বেশি ব্যক্তিকে যুক্ত করতে ও সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে এ সুবিধা চালু করার কথা বলেছে গুগল।
এখন পর্যন্ত ভিডিও কলের ক্ষেত্রে অ্যাপলে ফেসটাইম ব্যবহার করতে পারেন ৩২ জন, স্কাইপ ও মেসেঞ্জার ৫০ জন আর বিনা মূল্যে জুম ব্যবহার করতে পারেন ১০০ জন।
শুক্রবার গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের জ্যেষ্ঠ পরিচালক সানাজ আহারি লেমেলসন এক টুইটে বলেছেন, আমরা কৃতজ্ঞ যে ডুয়োতে এখন আমরা আরও বেশি প্রিয়জনকে যুক্ত করতে পারছি। এখনকার সময়ে গ্রুপ কলের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। গ্রুপ কলের ফিচারটিতে এখন একসঙ্গে আটজনের বদলে ১২ জন একসঙ্গে ব্যবহার করতে পারছেন।
সানাজ বলেন, গুগল ডুয়ো অ্যাপে আরও পরিবর্তন আনতে কাজ করছে গুগল।
করোনাপরিস্থিতি উন্নতি হলে এ সুযোগ চালু থাকবে কিনা তা এখনো পরিষ্কার করেনি গুগল। গত বছরে আটজনকে নিয়ে গ্রুপ কল করার ফিচারটি চালু করেছিল গুগল।