প্রাণঘাতী করোনাভাইরাস তাণ্ডব মোকাবিলায় বিশ্বজুড়ে ঘরবন্দী মানুষ। ফোন কলের পাশাপাশি যোগাযোগের মাধ্যম হিসেবে অনলাইন অ্যাপ বেশ ব্যবহার হচ্ছে। এর মধ্যে জনপ্রিয় ফেসবুকের ম্যাসেঞ্জার। কিন্তু মোবাইলের মতো ল্যাপটপ ও ডেক্সটপে ম্যাসেঞ্জারটি ব্যবহার করা যায় না। তাই ডেডিকেটেড মেসেঞ্জার অ্যাপ নিয়ে আসার সুখবর দিল ফেসবুক।
অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনের চেয়ে অনেক বড় পর্দায় খুব সহজেই পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে। মেসেঞ্জারে কারো সঙ্গে আপনি যুক্ত থাকলে ল্যাপটপের অ্যাপ্লিকেশনে স্বয়ংক্রিয়ভাবেই সংযুক্ত হয়ে যাবেন। এতে ফোন নম্বর, ইমেইল বা নতুন পরিষেবাতে ঢুকা লাগবে না। কম্পিউটারে অন্য কাজ করলেও অ্যাপটিতে সংযুক্ত থাকা যাবে। যেটি স্মার্টফোনে সম্ভব নয়।
মেসেঞ্জারের হিস্ট্রি ক্ষতি না করেই এক ডিভাইস থেকে অন্য ভিভাইসে সহজে যাওয়া যাবে। পাশাপাশি ম্যাসেঞ্জারের অন্যান্য সুবিধা যেমন, ডার্ক মোড ও জিআইএফ পাওয়া যাবে। ডেস্কটপ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি মাইক্রোসফট স্টোর ও ম্যাক অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।