গুগল সার্ভিসের অভাবের বিষয়ে হুয়াওয়ের সাথে রসিকতা করেছে শাওমি । সম্প্রতি বাজারে আসা শাওমি এমআই ১০ প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ইউরোপীয় সংস্করণের বাক্সে একটি শিলালিপি রয়েছে যাতে লেখা আছে “আপনি সর্বাধিক ব্যবহার করেন এমন গুগল অ্যাপ্লিকেশনগুলিতে সহজেই অ্যাক্সেস সহ” থাকে, যার অর্থ স্মার্টফোনটি আপনার ব্যবহৃত গুগল অ্যাপ্লিকেশনগুলিতে সহজে অ্যাক্সেস সরবরাহ করে। এই লেখাকে হুয়াওয়ের বর্তমান অবস্থার সুবিধা নিতে সরাসরি বিপণন কৌশল হিসাবে দেখছে প্রযুক্তি বিশ্লেষকরা।
এর পূর্বে কোন তথ্য বা অন্য কোন প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করেনি চীনা প্রতিষ্ঠান শাওমি। তবে শাওমি এখন অ্যাপল, স্যামসাং ও হুয়াওয়ের মতই প্রিমিয়াম সেগমেন্টে রয়েছে। তাই প্রতিষ্ঠানটি বাজারের শীর্ষস্থানীয়দের সাথে সরাসরি প্রতিযোগীতা করছে।
হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসে গুগলের কোন অ্যাপ্লিকেশন ও পরিসেবা পাওয়া যাবে না। গুগলের অ্যাপ্লিকেশন ও পরিসেবার পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারীতে এই সেবা গুলো পাওয়া যাবে।
বাজারে যখন নতুন কোন ডিভাইস আসে তখন শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সেই ডিভাইসটির নানাদিক নিয়ে গবেষনা করে। এরপর সেই ডিভাইসের কমতি গুলো নিয়ে আলোচনা চলতে থাকে। দীর্ঘদিন ধরে প্রতিযোগী সংস্থাগুলোর মধ্যে এমনটি চলে আসছে।
সমপ্রতি হুয়াওয়ে কে পেছনে ফেলে ১ম বারের মত শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এর দৌড়ে ৩য় স্থান নিশ্চিত করে শাওমি। ফেব্রুয়ারিতে শাওমি ৬০ লক্ষ স্মার্টফোন শিপমেন্ট করে। যেখানে হুয়াওয়ের শিপমেন্ট ছিল ৫৫ লক্ষ।