দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাস মহামারীর মধ্যে ঝুঁকি নিয়ে নিজেদের কাজ চালিয়ে যাওয়া জরুরী সেবা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডুডল সিরিজ প্রকাশ করেছে গুগল।
করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের বেশিরভাগ অঞ্চল এখন অবরুদ্ধ। বন্ধ রয়েছে বেশিরভাগ অফিস। বাসা থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন কেউ কেউ। আবার অনেকেই আছেন ছুটিতে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নিজের মতো চেষ্টা চালাচ্ছেন সবাই।
সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি কাজ করছেন অন্যান্য জরুরী সেবার কর্মীরাও।
খাদ্যের জোগান দিতে কাজ করছেন কৃষক ও খামারীরা। আরও কাজ করছেন মুদি দোকানের কর্মী। বিশ্বজুড়ে সাহসী এই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই চারটি ডুডল দিয়ে একটি সিরিজ প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
প্রতিষ্ঠানটি বলেছে, “আমরা আজ সব জরুরী সেবার কর্মী, স্বাস্থ্য কর্মী, কৃষি কর্মী, মুদি দোকানের কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই।”
“বিশ্বজুড়ে মানব সমাজের ওপর কোভিড-১৯ এর প্রভাব বেড়ে চলেছে, এমন সময় মানুষ একে অপরকে আগের চেয়ে বেশি সহায়তা করছে। সামনে থেকে কাজ করা কিছু মানুষকে সম্মান জানাতে আমরা ডুডল সিরিজ উন্মোচন করছি।”– ডুডল পাতায় উল্লেখ করেছে গুগল।