পূর্বে কম্পিউটার থেকে কোনো ছবি বা ফাইল মোবাইলে নেয়ার জন্য ইউএসবি ক্যাবল, শেয়ারইট বা ইমেইল ব্যবহার করতো হতো, তবে বিষয়টিকে আরও সহজ করেছে মাইক্রোসফট এবং স্যামসাং। খবর এনগ্যাজেট।
সর্বশেষ উইন্ডোজ ১০ ইনসাইডার বিল্ডের মাধ্যমে যেকোনো ফাইল ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়াইফাইয়ের মাধ্যমে সহজেই সমর্থিত স্যামসাং স্মার্টফোনে আদানপ্রদান করা যাবে। স্যামমোবাইলের সূত্র মতে গ্যালাক্সি এস১০ বা এস২০ এর মতো ফোনগুলোতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।
গত মাসে উইন্ডোজ ১০ থেকে স্যামসাং ফোনে কপি-পেস্ট সুবিধা চালু করে। এছাড়া পিসি থেকেই যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন পাওয়া, এমনকি কল রিসিভ করার সুবিধাও চালু হয়েছে।
এসব সুবিধা ব্যবহার করতে উইন্ডোজে ‘ইউর ফোন’ অ্যাপ এবং স্যামসাং ফোনে ‘লিংক টু উইন্ডোজ’ ফিচারটি থাকতে হবে। আপাতভাবে ৫১২ মেগাবাইটের ফাইল পাঠানো যাবে। এছাড়া একবারে ১০০টি ফাইল পাঠানো যাবে।