করোনাকালের মধ্যেই শুরু হলো পঞ্চম প্রজন্মের প্রথম গেমিং স্মার্টফোনের আগাম বিক্রি। চীনা মোবাইলফোন নির্মাতা জেডটিই এর নুবিয়া ব্রান্ডের এই ফ্লাগশিপ রেডম্যাজিক স্মার্টফোনটিতে রয়েছে ১৪৪ হার্জ ডিসপ্লে।
ফোনটি বিশ্বিবাজারে বিক্রি শুরু হবে ২১ এপ্রিল থেকে। ফোনটি বাজারে আসছে দুই ভিন্ন ক্যাপাসিটিতে। ৮জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ক্ষমতায় এবং ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজে।
এতে আছে ৬.৬৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যবহৃত হয়েছে ৮৬৫ স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৫জি নেটওয়ার্ক সুবিধার এক্স৫৫ মডেম।
এছাড়াও রয়েছে ১৮ ওয়াট চার্জার এবং একটি ৪৫০০ এমএইচ ব্যাটারি, যেটি পূর্বের রেডম্যাজিক ৩ এর চেয়ে আকারে ছোট।