সার্চ জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই সবচেয়ে বেশি বেতন পান। অ্যালফাবেটের পক্ষ থেকে জানানো হয়েছে গত বছর সুন্দর পিচাই ২৮১ মিলিয়ন মার্কিন ডলার প্রণোদনা পেয়েছেন। ফলে তিনিই পৃথিবীর সবচেয়ে বেশি বেতনের এক্সিকিউটিভ।
৪৭ বছর বয়সী এই এক্সিকিউটিভ বর্তমানে গুগল অ্যালফাবেটকে একাই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালে তার শক্ত নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
বেতন ছাড়াও সুন্দর পিচাই গুগলের শেয়ারের একটা অংশেরও মালিক। এটা গুগলের তরফ থেকে তাকে উপহার দেয়া হয়েছে।
দেড় দশক ধরে গুগলে কাজ করছেন পিচাই। ২০১৫ সালে সিইওর দায়িত্ব আসে তাঁর কাঁধে। সে সময় তিনি বার্ষিক ৬ লাখ ৫২ হাজার ৫০০ ডলার বেতন পেতেন। পরবর্তী বছরগুলোতে তাঁর আয় দ্রুত বাড়তে থাকে। সে সময় তাঁকে ২০ কোটি ডলারের পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় গুগল। সে সময় সেটিই ছিল গুগলের ইতিহাসে সর্বোচ্চ। সেদিক থেকে দেখলে নিজের রেকর্ডই ভাঙলেন পিচাই।