নভেল করোনাভাইরাস নিয়ে সাইবারযুদ্ধে জড়াচ্ছে চীন এবং আমেরিকা। আমেরিকার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চীন তাদের গবেষণার ফলাফল চুরির চেষ্টা করছে।
সাইবার হামলার বিষয়ে অবগত এমন এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আমেরিকার হাসপাতাল, ল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় সাইবার হামলা চালিয়েছে চীন।
ওই কর্মকর্তা প্রাথমিকভাবে চীনের সঙ্গে রাশিয়াকেও হামলার জন্য সন্দেহ করছেন।
মার্কিন গোয়েন্দারা বলছেন, চীনের এই কর্মকাণ্ডের বিষয়ে তারা অবগত।
আমেরিকার বিচার বিভাগের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের প্রধান জন ডেমারস বলেন, ‘করোনা নিয়ে যারা যেখানে বসে গবেষণা করছেন, সবাইকে আমরা সতর্ক করেছি। সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছি। এই মুহূর্তে এই গবেষণার থেকে মূল্যবান কিছু নেই।’
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে নতুন করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ার পর দেশটিকে ক্রমাগত আক্রমণ করতে থাকে আমেরিকা। ভাইরাসটি চীনের সৃষ্টি হয়ে থাকতে পরে বলেও দাবি তাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ‘চীন জেনেশুনে মহামারী সৃষ্টি করে থাকলে ফল ভালো হবে না।’
এই অবস্থায় রাশিয়া আবার চীনকে সমর্থন করে তাদের পাশে থাকার প্রতিশ্রুত দিয়েছে।