ফ্ল্যাগশিপ পি৪০ ট্রিও স্মার্টফোনের মাধ্যমে নিজেদের ডিজিটাল সহকারি উন্মোচন করলো হুয়াওয়ে। সেলিয়া নামের এই সহকারি সর্বশেষ এএমইউআই ১০.১.০.১২১ আপডেটের মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে। খবর জিএসএম এরিনা।
ফার্মওয়্যারটি ১.১৪ গিগাবাইটের এবং সাথে রয়েছে এপ্রিল সিকিউরিটি প্যাচ। ধারাবাহিকভাবে সকল অঞ্চল এবং ডিভাইসে নতুন আপডেটটি পৌঁছে যাবে।
বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, চিলি, মেক্সিকো এবং কলম্বিয়াতে চালু হওয়া সেলিয়া ইংরেজি, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষা বুঝতে পারে। এটি আবহাওয়া দেখা, অ্যালার্ম সেট করা, ক্যামেরার ফোনের মাধ্যমে টেক্সট অনুবাদ করা, গুগল লেন্সের মতো ছবি এবং পণ্য খোঁজার সুবিধা দিবে।