টুইটারসহ বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মীদের স্থায়ীভাবে বাসায় থেকে কাজের সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। তবে স্থায়ীভাবে বাসায় থেকে কাজ করার সুবিধাদান কর্মীদের মানসিক স্বাস্থ্যের জন্য ভয়াবহ পরিণতির পাশাপাশি বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। খবর টাইমস অব ইন্ডিয়া।
সত্য নাদেলা বলেন, স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার ফলে কর্মীদের সামাজিক যোগাযোগ এবং মানসিক স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে। ভার্চুয়াল ভিডিও কল কখনই সশরীরে উপস্থিত হয়ে মিটিংয়ের জায়গা নিতে পারবে না বলে সতর্ক করেছেন।
এক সাক্ষাত্কারে ভারতীয় বংশোদ্ভূত এ প্রযুক্তি কর্মকর্তা বলেন, অফিসে উপস্থিত না হয়ে স্থায়ীভাবে বাসায় থেকে কাজ করার ব্যবস্থাটি হবে ‘এক মতবাদ দিয়ে অন্য মতবাদকে স্থানান্তরের মতো’, যা কখনো ভালো ফলাফল বয়ে আনবে না। তিনি বলেন, ধ্বংসের চেহারা কেমন হয়? মানসিক স্বাস্থ্য দেখতে কেমন হয়? সংযোগ এবং সমাজ গঠন দেখতে কেমন? একটি বিষয়, যা আমি অনুভব করি তা হলো, যখন আমরা সবাই বাসা থেকে কাজ করছি, তখন কিছু সামাজিক ভিত্তি ধ্বংস করে ফেলছি। এর প্রতিকার কী?
বৈশ্বিক কভিড-১৯ মহামারী আমাদের সমাজ এবং অফিস পরিচালনার সংস্কৃতিতে অনেক পরিবর্তন এনেছে। শিগগিরই সবকিছু আগের মতো স্বাভাবিক হওয়ার মতো অবস্থা এখনো পরিলক্ষিত হচ্ছে না। ভয়াবহ এ পরিস্থিতি শেষ হলেও কর্মীরা চাইলে স্থায়ীভাবে বাসায় থেকে কাজ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি। টুইটার প্রধানের সিদ্ধান্তের বিষয়টির নেতিবাচক দিক নিয়ে মন্তব্য করেন সত্য নাদেলা।