মঙ্গলবার বাজারে এসেছে এলজি স্টাইলো সিক্স। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে থাকছে স্টাইলাস সাপোর্ট। গত সপ্তাহে এই ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছিল। নতুন ফোনে থাকছে বড় ডিসপ্লে ও বড় ব্যাটারি। সঙ্গে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা ও স্টাইলাস সাপোর্ট।
এলজি স্টাইলো সিক্সের দাম ২১৯.৯৯ মার্কিন ডলার। যদিও মার্কিন মুল্লুকে ১৭৯.৯৯ মার্কিন ডলারে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
এলজি স্টাইলো সিক্সে থাকছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ। এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও পি ৩৫ চিপসেট, ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।
এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে ফোরজি, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে। ব্যাকআপের জন্য রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।