করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলমান লকডাউনের মধ্যে জুম ভিডিও কলে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত।
গত শুক্রবারই মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন পুনিথান জিনাসান নামের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি। ২০১১ সালে মাদকসংক্রান্ত একটি ঘটনায় জড়িত থাকার দায়ে এই সাজা পেয়েছেন তিনি।
সিঙ্গাপুরে এটিই প্রথম মামলা যেখানে প্রচলিত আদালত কক্ষের বাইরে থেকে এমন রায় এলো- খবর বিবিসি’র।
অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, মহামারীর এই সময়ে মৃত্যুদণ্ডের এই রায়ের বিষয়টি “জঘন্য”।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, “সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের ব্যবহার অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক। সেইসঙ্গে, কোনো ব্যক্তিকে মৃত্যদণ্ড দেওয়ার ক্ষেত্রে জুমের মতো রিমোট প্রযুক্তির ব্যবহার বিষয়টিকে আরও খারাপ করে তুলেছে।”
লকডাউনের কারণে অন্তত পহেলা জুন পর্যন্ত সিঙ্গাপুরে বেশিরভাগ মামলার শুনানি মুলতবি করা হয়েছে। দেশটির বর্তমান লকডাউনও শেষ হওয়ার কথা রয়েছে পহেলা জুন।
যে মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে অনলাইনে।
রয়টার্সকে সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র বলেন, “মামলার সঙ্গে জড়িত সকলের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র পক্ষের আইনজীবী এবং পুনিথান জিনাসানের শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেষ হয়েছে।”
জিনাসানের আইনজীবী পিটার ফার্নান্দো বলেন, আপিলের বিষয়ে ভাবছেন তার মক্কেল।
অবৈধ মাদকের ক্ষেত্রে শূন্য-সহনশীলতার নীতিমালা রয়েছে সিঙ্গাপুরে। ২০১৩ সালে ১৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দেশটিতে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে যা গত দুই দশকে সর্বোচ্চ।
ওই ১৮ জনের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ ছিলো বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।