এখন থেকে ফেসবুক সার্চে উইকিপিডিয়ার তথ্য দেখা যাবে। এনিয়ে ফেসবুক নতুন একটি ফিচার নিয়ে আসছে।
ফেসবুক জানিয়েছে, এমন একটি নতুন ফিচার পরীক্ষা করা হচ্ছে যেটির সাহায্যে ইউজাররা ফেসবুক থেকে বিখ্যাত ব্যক্তিত্ব, জায়গা, চলচ্চিত্র, টিভি শো-এর মতো বিষয়গুলো অনুসন্ধান করলে সেগুলো সম্পর্কে গুগল বা উইকিপিডিয়ার সব তথ্য পেয়ে যাবে। তথ্যটি দেখার জন্য নতুন করে ফেসবুকের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।
অর্থাত্ আপনি যদি ফেসবুক সার্চ বারে কোনও সিনেমার শিরোনাম টাইপ করেন, তবে সেখানে একটি ইনফরমেশন বক্স প্রদর্শিত হবে যা আপনাকে সিনেমাটি সম্পর্কে সব তথ্য দেবে।
মনে করুন, যদি সার্চ বারে কোনো অভিনেতা বা অভিনেত্রীর নাম লেখা হয় তবে তাঁর সম্পর্কিত একটি সঠিক এবং বিস্তারিত তথ্য তাঁর ছবিসহ ডানদিকে প্রদর্শিত হবে।
ব্যক্তির জন্ম তারিখ, জন্মস্থান এবং কিছু ব্যক্তিগত তথ্যও দেখতে পাওয়া যাবে। এছাড়া দেখা যাবে তাঁর অভিনীত সব সিনেমা বা টিভি শো-এর নাম।
নতুন ফিচারটি ফেসবুকের আইওএস, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং মোবাইল ওয়েবে পরীক্ষামূলকভাবে পাওয়া যাচ্ছে। তবে সব ইউজাররা এটি এখনই উপভোগ করতে পারবেন না।