২০১৮ সালে বাংলাদেশে ফোরজি নেটওয়ার্কের যাত্রা শুরু হলেও মানসম্মত ফোরজি স্মার্টফোন এদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থেকে গেছে। এই কারনেই ২০২০ সালে এসেও মোট মোবাইল ব্যবহারকারীর মাত্র ১৫ শতাংশ ব্যবহারকারী দ্রুত গতির ফোরজি ব্যবহার করতে পারছে।
সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে ফোরজি ফোন পৌঁছে দেওয়ার জন্য প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশের মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি। এরই ধারাবাহিকতায় “নতুন দিনের সম্ভাবনায় সবার জন্য ফোরজি” শ্লোগানে সিম্ফনি এবার বাজারে নিয়ে এলো সিম্ফনি জি১০ নামে নতুন একটি ফোরজি স্মার্টফোন যার মূল্য মাত্র ৪ হাজার ২৯০ টাকা।
চমৎকার এই ফোনটির ৫ ইঞ্চি ডিসপ্লের সিম্ফনি জি১০ স্মার্টফোনটিতে আছে ১.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ছবি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের দিকেও আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ওয়াইফাই, ব্লুটুথ ছাড়াও এই ফোনটিতে আছে জি সেন্সর এবং ওয়্যারলেস রেডিও সুবিধা। আছে ২ হাজার এমএএইচ এর লি আয়ন ব্যাটারি। তাছাড়াও সকল ধরনের মাল্টিমিডিয়া সুবিধাতো আছেই।
ব্ল্যাক, ব্লু এবং গোল্ডেন এই তিনটি কালারের স্টাইলিশ লুকের ফোনটি সারা বাংলাদেশে সিম্ফনির সকল আউটলেটে পাওয়া যাচ্ছে।