মিডিয়াটেক কে আমরা সবসময় সস্তায় ভালো প্রসেসর বানানো কোম্পানি হিসাবে জানি। কিছুদিন আগে কোম্পানি ৫জি সাপোর্টের সাথে তাদের ডিমেন্সিটি ১০০০ প্লাস+ প্রসেসর লঞ্চ করেছিল। যা ডিমেনসিটি ১০০০ এর উত্তরসূরি।
এবার চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের রেডমি ফোনে এই প্রসেসর ব্যবহার করতে পারে বলে খবর সামনে এসেছে। যদিও এই ফোনের নাম বা বিশেষ তথ্য ও সামনে আসেনি। তবে এই রিপোর্ট সত্যি হতে পারে বলেই মনে করছে স্মার্টফোন মার্কেট।
কারণ কিছুদিন আগে জানা গিয়েছিল শাওমি মিডিয়াটেক প্রসেসরের সাথে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করবে। রেডমি ফোনে ডিমেন্সিটি ১০০০ প্লাস প্রসেসর ব্যবহারের কথা একজন টিপ্সটার দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন এই ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে এবং ফোনটি সস্তায় আসবে। এখন দেখার কত তাড়াতাড়ি আমরা শাওমির এই ফোন সম্পর্কে জানতে পারি।